• জেলার পিকনিক স্পটগুলিতে কমিউনিটি টয়লেট তৈরি করবে হাওড়া জেলা পরিষদ
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গড়চুমুক, গাদিয়াড়া, কিংবা দেউলটি। সপ্তাহান্তের ছুটিতে বছরভর হাওড়ার এই তিন পর্যটন কেন্দ্রে ভিড় লেগেই থাকে। সম্প্রতি নদী তীরবর্তী আরও বেশ কয়েকটি পিকনিক স্পট শীতের মরশুমে পর্যটকদের কাছে পছন্দের হয়ে উঠেছে। তবে ক্রমে জনপ্রিয় হতে থাকা এইসব পর্যটন কেন্দ্রে টয়লেটের ব্যবস্থা নেই। ফলে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় অনেককে। পর্যটনে জোর আনতে এবার পিকনিক স্পটগুলির পরিকাঠামো উন্নয়নে জোর দেবে হাওড়া জেলা পরিষদ। জেলার আটটি পর্যটন কেন্দ্রে তৈরি হবে অত্যাধুনিক কমিউনিটি টয়লেট।

    দামোদরের পাড়ে গড়চুমুক বেশ কয়েক বছর ধরেই কলকাতা সহ বিভিন্ন জেলার পর্যটকদের কাছে ঝটিকা সফরের অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে। সেখানে তৈরি হওয়া মিনি জু’তে শীতের সময় প্রতি বছরই ভিড় বাড়ছে। পাশাপাশি হুগলি ও রূপনারায়ণের সংযোগস্থলে গড়ে ওঠা নিরিবিলি আরেক পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। শুধু পিকনিকের সময়ই নয়, এখানে ভিড় বাড়ছে বিয়ের মরশুমেও। প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য হবু দম্পতিদের মোস্ট ফেভারিট ডেস্টিনেশন এটি। অনেকেই গাড়ি নিয়ে গিয়ে একদিনেই এই জায়গাগুলি ঘুরে ফিরে আসছেন। কিন্তু টয়লেট না থাকার কারণে তাঁদের ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি, নদীর পাড়ে পিকনিক করতে গেলে স্নান করার পর পোশাক পরিবর্তনের জায়গা না থাকাটাও আরেক বড় সমস্যা। তাই এবার পর্যটকদের জন্য এই জায়গাগুলিতে একটি করে কমিউনিটি টয়লেট তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। গড়চুমুক ও গাদিয়াড়া ছাড়াও দেউলটির শরৎকুঠি, দামোদর ও রূপনারায়ণের সঙ্গমে গড়ে ওঠা শর্টকাট চ্যানেলের মতো আটটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে কমিউনিটি টয়লেটগুলি তৈরি হবে। 

    জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, একেকটি কমিউনিটি মডেল টয়লেট তৈরি করতে প্রায় ২০ লক্ষ টাকা করে খরচ হবে। মহিলা পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীতে ধাপে ধাপে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্রে এই ব্যবস্থা থাকবে। কমিউনিটি টয়লেটগুলিতে আধুনিক শৌচালয় ছাড়াও স্নানের ব্যবস্থা ও চেঞ্জিং রুম বা এনক্লোজার থাকবে। ফলে নদীতে স্নান সেরে সেখানেই পোশাক পরিবর্তন করে নিতে পারবেন পর্যটকরা। 

    বেসরকারি সংস্থায় কর্মরত পঞ্চাননতলার বাসিন্দা ঋত্বিকা চক্রবর্তী বলেন, ‘উইকেন্ডে কয়েক ঘণ্টার মধ্যে ঘুরে আসার জন্য গাদিয়াড়া ভীষণ পছন্দের জায়গা। কিন্তু টয়লেট না থাকার কারণে এতদিন পিকনিক করার ক্ষেত্রে খুব সমস্যা হতো। পিকনিক স্পটগুলিতে টয়লেট ফেসিলিটি থাকা প্রয়োজন।’
  • Link to this news (বর্তমান)