• ১৭৬ যাত্রী নিয়ে কলকাতা থেকে গুয়াংঝৌ গেল বিমান, ফের দুই শহরের মধ্যে চালু সরাসরি উড়ান
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবার চালু হল কলকাতা-চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। বিমান সংস্থা ইন্ডিগো রবিবার থেকে এই বিমান পরিষেবা চালু করেছে। এদিন কলকাতা থেকে চীনের গুয়াংঝৌতে সরাসরি বিমান যাত্রা করে। এদিন কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী সেখানে গিয়েছেন। বিমান ভাড়া ১৫ হাজার টাকার কাছাকাছি। এদিন সরাসরি বিমান পরিষেবার সূত্রপাতের সময় উপস্থিত ছিলেন কলকাতা বিমানবন্দরের অধিকর্তা পি আর বেউরিয়া এবং এয়ারপোর্টের অন্য অফিসাররা। ইন্ডিগো বিমান সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। বেউরিয়া বলেন, পর্যটন ও ব্যবসায়িক দিকে কলকাতা-গুয়াংঝৌ বিমান পরিষেবা সময়োপযোগী এবং শক্তিশালী ভিত তৈরি করবে। এই দুটি শহরের বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা হবে। যেহেতু কলকাতা বিমানবন্দর এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। ফলে এই বিমানবন্দর থেকে চীনের গুয়াংঝৌ শহরের সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় দেশের অন্যান্য শহরের মানুষেরও সুবিধা হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)