• শুল্কবিভাগের অফিসারকে মারধরে ধৃত অটোচালক সহ ৩, পরে মিলল জামিন
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সোনারপুরে শুল্কবিভাগের অফিসার প্রদীপ কুমারকে তাঁর আবাসনে মারধরের ঘটনায় অভিযুক্ত অটোচালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হলে, বিচারক তিনজনেরই জামিন মঞ্জুর করেন। তথ্য প্রমাণের অভাবেই তিনজন জামিন পেলেন বলে মনে করা হচ্ছে। এর আগে শুক্রবার আজিজুল গাজি নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তিনিও জামিন পেয়েছেন বলে জানা গিয়েছে। 

    এদিকে, ওই অফিসারের আবাসনে তাণ্ডব চালানোর একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি বর্তমান। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ৫০-৬০ জন বহিরাগত আবাসনের বাইরে জড়ো হন। অনেকেই জোর করে ভিতরে ঢুকে তাণ্ডব চালান। ভাঙা হয় কোলাপসিবল গেট। যে অটোচালকের সঙ্গে গোলমাল বেঁধেছিল, তিনি দলবল নিয়ে এসে চড়াও হন বলে অভিযোগ। উল্লেখ্য, বুধবার রাতে বাড়ি ফেরার পথে ওই অটোর সঙ্গে প্রদীপবাবুর গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। হামলার পর আতঙ্কে আবাসন ছেড়ে পরিবার নিয়ে চলে গিয়েছেন আক্রান্ত ওই শুল্ক অফিসার। কোথায় গিয়েছেন, সেটা আবাসনের কাউকে বলে যাননি।

    জানা গিয়েছে, শনিবার রাতে অটোচালক আজাদ আলি মণ্ডল, সুরজ আলি মণ্ডল এবং অলক মণ্ডল নামে তিনি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এদিন আদালত জামিন দেওয়ার পর তাঁদের আইনজীবী চন্দ্রাণী সেনগুপ্ত বলেন, মারধরের ঘটনা নিয়ে সোনারপুর থানায় যে এফআইআর হয়েছিল, তাতে কারও নাম ছিল না। তাই আমরা বিচারকের কাছে জামিনের আবেদন করেছিলাম। তিনি সব দিক বিচার করে সেটা মঞ্জুর করেন। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোট আটজনকে চিহ্নিত করা হয়েছিল। যে চারজন এখনও অধরা, তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)