সংবাদদাতা, বনগাঁ: শনিবার রাতে গাইঘাটা থানার দোগাছিয়া নাথপাড়ায় একটি তুলোর গোডাউনে আগুন লেগেছিল। তাতে পুড়ে গিয়েছে প্রায় ৬০ টন তুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। এদিন রাত দশটা নাগাদ স্থানীয় বাসিন্দা ব্রজমোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকা একটি তুলোর গোডাউনে আগুন লাগে। মুহূর্তে পাশের আরও দুটো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। বনগাঁ থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরবর্তীতে গোবরডাঙা থেকে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছয়। তবে ততক্ষণে সব তুলো পুড়ে গিয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সামনেই শীতের মরশুম। সেকারণে প্রচুর পরিমানে তুলো মজুত ছিল। স্থানীয় বাজারের পাশাপাশি বাংলাদেশ থেকে তুলো আমদানি করে এই গোডাউনে রাখা হতো। বাড়ির সামনেই তিনটি গোডাউন ছিল। প্রথমে বড় গোডাউনে আগুন লাগে। তারপরে সেটি চারদিকে ছড়িয়ে পড়ে। গোডাউনের মালিক ব্রজমোহন চট্টোপাধ্যায় বলেন, দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই সব শেষ হয়ে যায়। আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে গোডাউন মালিকেরঅভিযোগ, শ্রমিকদের বিড়ির আগুন থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। রবিবার সকালেও তুলোর স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। নিজস্ব চিত্র