• মন্দিরের দখল নিয়ে উত্তপ্ত পর্ণশ্রী, খুনের চেষ্টার অভিযোগে ধৃত তিন
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্দিরের দখল কার হাতে থাকবে, তাই নিয়ে উত্তপ্ত পর্ণশ্রী এলাকা। একপক্ষের বিরুদ্ধে অন্য পক্ষকে বাঁশ, লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে পর্ণশ্রী থানার পুলিশ শনিবার তিনজনকে গ্রেফতার করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রী এলাকায় থাকা একটি মন্দিরের দখল কার হাতে থাকবে, তাই নিয়ে অনেকদিন ধরেই দু’পক্ষের মধ্যে গোলমাল চলছে। শুক্রবার রাতে তা চরমে ওঠে। অভিযোগ একপক্ষ বাঁশ, রড দিয়ে আঘাত করে অন্য পক্ষকে। এতে অপরপক্ষের বেশ কয়েকজনের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এমনকী মন্দিরের প্রণামী বাক্স লুট করা হয় বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার কেস রুজু করে তিনজনকে গ্রেফতার করা হয়।

    অন্যদিকে, মানিকতলা এলাকায় জলসা চলাকালীন এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তপসিয়া এলাকাতেও শনিবার রাতে দু’পক্ষের মধ্যে গোলমাল বাঁধে। খবর পেয়ে আসে তপসিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, মদের আসরেই এই গোলমালের সূত্রপাত। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে তপসিয়া থানা।
  • Link to this news (বর্তমান)