ভিক্টোরিয়ার সামনে সেডানের ধাক্কায় ৪ বার পাল্টি স্করপিওর, আহত তিন
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো, কালীপুজো কাটতেই রাতের শহরে ফের সক্রিয় জয়রাইড পার্টি। উইকএন্ডে মদ্যপ অবস্থায় জয়রাইড চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটল শহরে। শনিবার রাতে ঘটনাটি ঘটে ভিক্টোরিয়ার সামনের রাস্তায়। একটি সেডান গাড়ি তীব্র গতিতে এসে একটি চলন্ত স্করপিওকে ধাক্কা মারে। দু’টি গাড়ির গতিই বেশি ছিল। তার জেরে স্করপিও গাড়িটি চারবার পাল্টি খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় জখম হন তিনজন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘড়ির কাঁটায় রাত তখন দেড়টা। জীবনদীপের সামনে থেকে চৌরঙ্গি রোড ধরে ভিক্টোরিয়ার দিকে আসছিল একটি কালো রঙের সেডান গাড়ি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সিগন্যাল তখন লাল। সেই সিগন্যাল লঙ্ঘন করে গাড়িটি ডানদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে বাঁক নেয়। সেই সময় থিয়েটার রোড থেকে সোজা ভিক্টোরিয়ার দিকে আসছিল স্করপিওটি। সেখানেই বিপত্তি ঘটে। ট্রাফিক বিধি লঙ্ঘনকারী সেডানের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সরাসরি গিয়ে ধাক্কা মারে স্করপিওকে। সংঘর্ষ এতটাই তীব্র হয় যে, স্করপিওর পিছনের দরজাটি খুলে যায়। তুবড়ে যায় গাড়ির ডানপাশের দু’টি দরজা। চারবার পাল্টি খাওয়ায় গাড়ির একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়ির চালক আহত হন। অন্যদিকে, সেডান গাড়ির বনেট তুবড়ে যায়। সামনের কাচও ভেঙে যায়। গাড়িতে চালক ছাড়াও ছলেন আরও এক যুবক। দু’জনেরই আঘাত লাগে। সংঘর্ষের জেরে গাড়ির দু’টি এয়ারব্যাগ খুলে যাওয়ায় চালক ও সহযাত্রী প্রাণে বেঁচে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়ির সংঘর্ষে বিকট শব্দ হয়। অন্যান্য গাড়ি-বাইকের যাত্রীরাও গোটা ঘটনায় থতমত খেয়ে দাঁড়িয়ে যান। উল্টে যাওয়া স্করপিও থেকে চালককে উদ্ধার করেন তাঁরাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল ভঙ্গকারী চালক মদ্যপ অবস্থায় ছিলেন। চালকের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। নেশাগ্রস্ত অবস্থাতেই তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরাই পুলিশকে খবর দেন। সাউথ ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ। ট্রাফিক ভঙ্গকারী চালকের বিরুদ্ধে মামলা রুজুর উদ্যোগ