• সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার, দিল্লি হিংসা মামলার শুনানি সুপ্রিম কোর্টে, সোমবার আর কী খবরে নজর?
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • নভেম্বরের শুরুতে বাংলায় SIR-এর কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছিল। সোমবারই কি সেই দিনক্ষণ ঘোষণা হবে? সেই জল্পনা উসকে দিল জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এ দিন বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে SIR-এর নির্দিষ্ট সূচি।

    ২০২০ সালে দিল্লি হিংসায় ষড়যন্ত্রের অভিযোগে শার্জিল ইমাম, উমর খালিদদের গ্রেপ্তার করেছিল পুলিশ। UAPA আইনে তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। কিন্তু মুক্তি মেলেনি তাঁদের। সোমবার শার্জিল ইমামদের জামিন মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

    মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মান্থা’। এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ওই দিন সন্ধ্যায় ভারতীয় সময় আনুমানিক ৭টা নাগাদ স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা।তার আগে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।তবে, সোমবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। 

    AIFF সুপার কাপে সোমবার জোড়া ম্যাচ হবে গোয়ায়। সি এবং ডি গ্রুপের খেলা শুরু হবে এ দিন থেকে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি খেলবে গোকুলম কেরালার বিরুদ্ধে। এই ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে থেকে। ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হায়দরাবাদ এফসি ও মুম্বই সিটি এফসি। দুই দলেরই এটা প্রথম ম্যাচ। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে।

    রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ম্যাচে তৃতীয় দিনের খেলায় ঘরের মাঠে নামবে বাংলা। প্রথমে ব্যাট করে ২৭৯ রান তোলে বাংলা। এই রান তারা করতে নেমে দ্বিতীয় দিনের শেষে গুজরাটের স্কোর ৭ উইকেটে ১০৭। তৃতীয় দিনে দ্রুত শেষ তিন উইকেট তুলে নিয়ে বড় লিড নেওয়া লক্ষ্য বাংলার। নজর থাকবে এই ম্যাচে।

  • Link to this news (এই সময়)