• রাস্তা নিয়ে বিবাদ, পিসতুতো দাদার এক চড়ে মারা গেলেন বৃদ্ধ
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • এই সময়, কান্দি: এক চড়ে মৃত্যু! রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল দক্ষিণপাড়ায়। মৃতের নাম গোলাম শেখ (৭৪)। হিজলের দ্বারকা নদী থেকে এ দিন সকালে এক বস্তা বালি তুলে গোলামের ভাই মাজেদ শেখ তাঁর পিসতুতো দাদা ফজল শেখের জমির উপর দিয়ে হেঁটে আসছিলেন।

    অভিযোগ, তখন সপরিবার রাস্তা আটকে দাঁড়ান ফজল। দাবি করেন, ওই রাস্তা তাঁর। তাই সেখান দিয়ে তিনি মাজেদকে যেতে দেবেন না। এর পরে ফজল আচমকা মাজেদের বাঁ-চোখে ঘুসি চালিয়ে দেন বলে অভিযোগ। বালি ফেলে মাজেদ বাড়ির দিকে পালিয়ে যান। গোলাম ঘটনাস্থলে গিয়ে ফজলকে বোঝানোর করার চেষ্টা করেন।

    অভিযোগ, তখন ফজল আচমকাই গোলামের ডান কানের নীচে কষিয়ে একটা চড় মারেন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। বৃদ্ধকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ঘটনার পরেই ফজল পালিয়ে যান। কান্দির আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। কান্দি থানার আইসি মৃণাল সিনহা বলেন, 'ওই ঘটনায় অভিযুক্তরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।'

    মাজেদ বলেন, 'গোয়াল ঘরে ছড়ানোর জন্য এক বস্তা বালি নদী থেকে তুলে বাড়ি ফিরছিলাম। তখন আমার রাস্তা আটকায় ফজল। রাস্তাটা তাঁর তৈরি করা বলে দাবি করে। তর্কাতর্কির মধ্যে ও আমার চোখে ঘুসি মারে।' ওই কথা জানতে পেরে দাদা গোলাম শেখ গিয়ে প্রতিবাদ করলে একই কায়দায় ফজল কষিয়ে চড় মারেন বলে অভিযোগ। এরপরেই মারা যান গোলাম। এই ঘটনায় মৃতের পরিবারের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরাও।

    সামান্য রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামের প্রবীণের মৃত্যু মানতে পারছেন না তাঁরা। এ দিকে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

  • Link to this news (এই সময়)