• ব্যক্তিগত কারণে হঠাৎ পদত্যাগ হাওড়ার পুর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • এই সময়, হাওড়া: সম্পূর্ণ 'ব্যক্তিগত' কারণ দেখিয়ে পুর-চেয়ারম্যানের পদ থেকে আচমকা পদত্যাগ করলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী।

    রবিবার রাতে তিনি জানিয়েছেন, এটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বিষয়ে তিনি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে এর বেশি তিনি কিছু বলতে চান না বলেও জানিয়েছেন সুজয়। উল্লেখ্য, বছর দেড়েক আগেও সুজয় চক্রবর্তী তাঁর বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সে সময়ে অবশ্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরোধ মেনে তিনি শেষ পর্যন্ত পদত্যাগপত্র তুলেও নেন। কিন্তু এ বার ফের পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সুজয়। তিনি সেই সিদ্ধান্তের কথা চিঠি লিখে জানিয়েও দিয়েছেন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

    এ দিকে ইতিমধ্যেই দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন হাওড়া পুরসভার উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরীও। তবে তিনি পুরসভায় জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে দক্ষিণ হাওড়া ব্লকের তৃণমূল সভাপতি হিসেবেই দায়িত্বে রয়েছেন। সুজয় গত চার বছর ধরে পুরসভার দায়িত্ব সামলেছেন। ঠিক কী কারণে আচমকা তাঁর ইস্তফা সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। শনিবার, ২৫ অক্টোবর তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানান সুজয়। তাঁর আশা, এই ইস্তফাপত্র গ্রহণ করা হবে। ফিরহাদ অবশ্য এ নিয়ে রবিবার কোনও মন্তব্য করেননি। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী বছর চারেক আগে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদে যোগ দেন। বস্তুত গত প্রায় ৭ বছর হাওড়া পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড না থাকায় নাগরিক পরিষেবা সাংঘাতিক ভাবে ব্যাহত হচ্ছিল। শহর জুড়ে জঞ্জালের পাহাড়, বেহাল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট এবং ভাঙাচোরা রাস্তা নিয়ে নাগরিকদের ক্ষোভের আগুন জ্বলছে। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের প্রায় ১৫ লক্ষ বাসিন্দার কাছে কাউন্সিলার না থাকায় তাঁরা নানা ধরনের সমস্যায় জর্জরিত। এই নিয়েই চলছিল টানাপড়েন।

  • Link to this news (এই সময়)