• LIVE: কারুরে পদপিষ্ট হয়ে মৃত ৪১ জনের পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ বিজয়ের
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • পুজোর সামগ্রীর দোকানে ভয়াবহ আগুন! পুড়ে ছাই দোকানে থাকা লক্ষাধিক টাকার জিনিসপত্র। পুলিশের সহায়তায় প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ১টি ইঞ্জিন। রবিবার মধ্যরাতে ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায়। তবে, দ্রুত পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছনোয় মন্দির ও দোকান সংলগ্ন বাড়িতে আগুন লাগেনি।

    তামিলনাড়ুর কারুরের সভায় ৪১ জনের প্রাণহানির ঘটনার একমাস পরে প্রিয়জন হারা পরিবারগুলির সঙ্গে একটি রিসর্টে দেখা করবেন TVK প্রধান ও অভিনেতা বিজয়। ২৭ সেপ্টেম্বর ঘটে এই ঘটনা।

    দক্ষিণ ২৪ পরগনার কুলেশ্বর এলাকায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত দম্পতির নাম সারুপ লস্কর ও সাবিনা বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলেশ্বরের বাসিন্দা সারুপের সঙ্গে বাগনানের সাবিনার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দু’জনেই আগে বিবাহিত ছিলেন। প্রায় এক মাস আগে তাদের বিয়ে হয়।

    উত্তর ইংল্যান্ডে নির্যাতনের শিকার এক ভারতীয় বংশোদ্ভূত তরুণী। ওয়েস্ট মিডল্যান্ডসে এই ঘটনা ঘটেছে। পুলিশের বর্ণনা অনুযায়ী, জাতিগত বিদ্বেষের কারণে এই ঘটনা। শনিবার স্থানীয় সময়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওয়ালসালের পার্ক হল এলাকায় ওই মহিলার উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী।

    রবিবার ইউথ এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন ভারতীয় ভারোত্তোলক প্রীতিস্মিতা ভোই। মেয়েদের ৪৪ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ওয়ার্ল্ড ইউথ রেকর্ড ভেঙেছেন ভারতীয় ভারোত্তোলক ১৬ বছরের প্রীতিস্মিতা ভোই।

    IMD-এর শেষ পাওয়া আপডেট অনুযায়ী মঙ্গলে হতে চলেছে সাইক্লোন মান্থা-র ল্যান্ডফল। সতর্কতা জারি ওডিশা ও অন্ধ্র উপকূলে। ঝড়বৃষ্টি ও ল্যান্ডফলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুই রাজ্যেই উপকূলবর্তী অঞ্চল ছাড়াও সিংহভাগ জেলায় আজ থেকেই বন্ধ রাখা হচ্ছে স্কুল কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।

    সোমবার দুপুরের মধ্যেই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মান্থা’–য় পরিণত হবে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় রবিবার রাত থেকেই ওডিশার উপকূল অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)