• মৃত যমজ সন্তান প্রসবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ক্ষোভ হাসপাতালের বিরুদ্ধে
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • এই সময়, বাঁকুড়া: চিকিৎসকের গাফিলতি এবং সেই সূত্র ধরে মৃত যমজ কন্যাসন্তানের প্রসবের অভিযোগ ঘিরে রবিবার উত্তাল হয়ে উঠল বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে বড়জোড়া থানার পুলিশ। পরে শান্ত হয় পরিবেশ। পুলিশের পক্ষে জানানো হয়েছে অভিযোগ ঠিক কি না, তা তদন্ত করে দেখা হবে। এ দিন একাধিক বার হাসপাতালের সুপার সোমনাথ নন্দীকে ফোন করা হলে তাঁর সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি।

    গত শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনামুখীর পিয়ারবেড়া অঞ্চলের পালপুকুরের ২২ বছরের মহিলা বর্ষা নায়েক। পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরে প্রসূতির ঠিক মতো দেখভাল করেননি চিকিৎসকরা। এ দিন ওই মহিলা মৃত যমজ কন্যাসন্তান প্রসব করার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের লোকেদের অভিযোগ, শুধুমাত্র চিকিৎসার গাফিলতির কারণে এই পরিণতি। তাঁরা হাসপাতাল চত্বরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

    প্রসূতির স্বামী শান্তনু নায়েক চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, 'শুক্রবার এই সুপার স্পেশালিটি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করিয়েছিলাম। শনিবার এখানকার সাধনা মেডিক্যাল সেন্টারে স্ত্রীর ইউএসজি হয়। প্রথম যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানে যমজের বদলে একটি শিশুর অবস্থার কথা লেখা ছিল। সেই রিপোর্ট ডাক্তারকে দেখানোর পরে আবারও ইউএসজি হয়।

    সেখানে দেখা যায়, যমজ সন্তান স্বাভাবিক রয়েছে। ওই চিকিৎসক আরও জানান, প্রসবের আরও সাত দিন বাকি রয়েছে। ফলে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম।' সেখানেই না-থেমে শান্তনু যোগ করেন, 'ওই দিন গভীর রাতেই স্ত্রী ফের প্রসব যন্ত্রণা অনুভব করায় ওকে এখানেই নিয়ে আসি। এ দিন সকালে আমার স্ত্রী মৃত যমজ কন্যাসন্তান প্রসব করেছে। চিকিৎসক জানান, দু-তিন দিন আগেই যমজ সন্তানের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল।'

    এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শিশুমৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন কিছু নয়। সেটা ফের প্রমাণিত হয়েছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায়। বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ গোটা ঘটনার দায় চাপিয়েছেন স্থানীয় বিধায়কের উপরে। তৃণমূলের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, 'ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ তার মতো করে গোটা ঘটনার তদন্ত করবে। আশা করি, নিরপেক্ষ তদন্ত হলে বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে।'

  • Link to this news (এই সময়)