• কোনও কাজ না করেই বেতন ৩৭.৫৪ লক্ষ টাকা! ফাঁস রাজস্থান সরকারের অফিসারের স্ত্রীর কাণ্ডকারখানা...
    আজকাল | ২৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সর্ষের মধ্যেই ভূত, কোনও কাজ না করেই দু'টি বেসরকারি সংস্থা থেকে ৩৭.৫৪ লক্ষ টাকা 'বেতন' পেয়েছেন রাজস্থানের তথ্যপ্রযুক্তি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, প্রদ্যুম্ন দীক্ষিতের স্ত্রী! প্রদ্যুম্ন দীক্ষিতে বিরুদ্ধে বড় মাপের আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছেন রাজস্থানের দুর্নীতি দমন বিভাগের (এসিবি) তদন্তকারীরা।

    অভিযুক্ত প্রদ্যুম্ন দীক্ষিত তাঁর সরকারি পদের ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্ত্রীকে 'ওরায়নপ্রো সলিউসনস' এবং 'ট্রিগ্রিন সফটওয়্যার' নামে দু'টি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় যুক্ত করেন বলে দাবি রাজস্থানের দুর্নীতি দমন বিভাগের (এসিবি) তদন্তকারীদের। সংস্থাগুলি তাঁকে নিয়মিত বেতন হিসাবে বিপুল অঙ্কের অর্থ দিত। তদন্তে জানা গিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে এই দুই সংস্থা ওই মহিলার নামে পাঁচটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৩৭,৫৪,৪০৫ টাকা 'বেতন' হিসেবে দিয়েছে।

    কী কাজ করতেন অফিসারের স্ত্রী? কাজ তো দূরের কথা, ওই মহিলা দু'টি সংস্থার অফিসে একবারও যাননি বলে তদন্তে উঠে এসেছে। তা হলে কেন তাঁকে ওই টাকা দেওয়া হল? এসিবি-র তদন্তকারীদের সন্দেহ, এটা ছিল মূলত ঘুষের টাকা। যা স্ত্রীর বেতনের আড়ালে দেওয়া হয়েছিল তথ্যপ্রযুক্তি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, প্রদ্যুম্ন দীক্ষিতকে। যাতে তিনি তাঁর প্রভাব খাটিয়ে ওই সংস্থা দু'টিকে সরকারি টেন্ডার পাইয়ে দেন।

    ২০২৪ সালে আদালতের নির্দেশে চলতি বছরের জুলাইয়ে এসিবি এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। ওই দুই সংস্থাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ধরনের আর্থিক লেনদেনের পিছনে ওই সরকারি অফিসারের ভূমিকা এবং দুর্নীতিতে তাঁর সম্ভাব্য যোগসাজশের দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)