• রোবট কিনলেন নীতা আম্বানি, জোর চর্চা নেট পাড়ায়, কারণ জানেন?
    আজকাল | ২৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী ও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি সম্পর্কে নতুন এক খবর সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবী করা হচ্ছে, নীতা আম্বানি নাকি কোটি কোটি টাকা খরচ করে একটি অত্যাধুনিক রোবট কিনেছেন, যা তাঁর সমস্ত ব্যক্তিগত ও গৃহস্থালির কাজ করে দেয়। কেউ কেউ এমনও লিখেছেন, রোবটটি একেবারে মানুষের মতো আচরণ করে এবং যেকোনও আদেশ সঙ্গে সঙ্গে পালন করে।

    এই দাবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা ও রসিকতা। ইউটিউব, ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে নানা পোস্ট ও ভিডিও, যেখানে বলা হচ্ছে নীতা আম্বানির জীবনে ‘চিট্টি’-র মতো এক রোবট প্রবেশ করেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, “এখন আর নীতা আম্বানির বাড়িতে কাজের লোকের দরকার নেই, রোবটেই সব হয়ে যাবে।” অন্যদিকে, কেউ কেউ বিতর্কিতভাবে ওই রোবটকে ‘সেক্স মেল ডল’-এর সঙ্গে তুলনাও করেছেন।

    তবে, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই, জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম ও তথ্য যাচাইকরণ সংস্থা। এখন পর্যন্ত নীতা আম্বানি বা রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকে এমন কোনও রোবট কেনা বা ব্যবহারের বিষয়ে কোনও সরকারি ঘোষণা বা তথ্য প্রকাশিত হয়নি।

    ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ক্লিকবেট সংবাদপোর্টালে প্রথম এই দাবিটি দেখা যায়। সেখানে বলা হয়, “নীতা আম্বানি কোটি টাকায় রোবট কিনেছেন, যা তাঁর সব চাহিদা পূরণ করে।” কিন্তু তদন্তে দেখা যায়, ভিডিও ও প্রতিবেদনে কোনও ছবি, প্রমাণ বা বিশ্বাসযোগ্য উৎসের উদ্ধৃতি ছিল না।

    বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সোশ্যাল মিডিয়ায় ক্লিকবেট ও ভিউ বাড়ানোর জন্য তৈরি করা একটি গুজব। ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে অস্বাভাবিক ও চাঞ্চল্যকর খবর বানিয়ে প্রচার করা এখন নেটমাধ্যমে এক সাধারণ প্রবণতা। নীতা আম্বানির বিলাসবহুল জীবনযাত্রা ও জনপ্রিয়তা এই গুজবের জন্ম দিতে সাহায্য করেছে বলেই মনে করা হচ্ছে।

    রিলায়েন্স সূত্র জানিয়েছে, “নীতা আম্বানির ব্যক্তিগত জীবনের নানা ভুল তথ্য প্রায়ই ছড়িয়ে পড়ে। এই ধরনের ভুয়ো খবরকে গুরুত্ব না দেওয়াই শ্রেয়।” উল্লেখযোগ্যভাবে, নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এবং নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি ভারতীয় ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও সুপরিচিত।

    সব মিলিয়ে, “রোবট কিনলেন নীতা আম্বানি” — এই খবরটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হলেও, বাস্তবে এটি পুরোপুরি ভুয়ো ও ভিত্তিহীন। তথ্য যাচাইয়ে স্পষ্ট হয়েছে যে এটি একেবারেই মনগড়া দাবি, যার পেছনে কোনও প্রমাণ বা সরকারি সূত্র নেই।

    দাবিটি প্রথম উঠে আসে ২০২৩ সালের কিছু ক্লিকবেট ভিডিওতে।  কোনও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়নি। গুজব ছড়ানোর উদ্দেশ্য ছিল দর্শক আকর্ষণ ও ভিউ বাড়ানো। বাস্তবে নীতা আম্বানির এমন কোনও রোবট থাকার প্রমাণ নেই। নেট দুনিয়ার এই নতুন “রোবট কাহিনি” তাই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় — আরেকটি সোশ্যাল মিডিয়া রটনা, যা আম্বানি পরিবারের নাম ব্যবহার করে মানুষের কৌতূহল জাগাতে সফল হয়েছে, কিন্তু সত্যের ধারেকাছেও নয়।
  • Link to this news (আজকাল)