ঘূর্ণিঝড় মান-থার এই মুহূর্তে অবস্থা কি? জানুন আপডেট
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
কলকাতা, ২৭ অক্টোবর : ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণিঝড় মান-থা। গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটার। আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির শক্তি বাড়বে। আগামীকাল, মঙ্গলবার সন্ধ্যা-রাত নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আশপাশে উপকূলে আছড়ে পড়বে। সে সময় ঝড়ের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। সেই সঙ্গে দমকা হাওয়ার প্রবল দাপট। যার বেগ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ ১১০ কিলোমিটারে। মান-থার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ও উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যতিক্রম নয় কলকাতা।
আজ, সোমবার, কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল শহরের তাপমাত্রা নথিভুক্ত হয়েছে সর্বোচ্চ ৩২.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩৯ মিলিমিটার।
ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি আসার সময় থেকে ও স্থলভূমিতে ঢোকার পর, এর পরোক্ষ প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। কারণ বায়ুপ্রবাহের গতিপথ পরিবর্তন হওয়ার জন্য রাজ্যের বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির মেঘ তৈরি করবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পরের দু-দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোনও কোনও স্থানে বৃষ্টি হতে পারে।