• বেদিয়াপাড়ায় যুবককে পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেপ্তার মূল অভিযুক্ত, এখনও অধরা ২
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমদমের বেদিয়াপাড়ায় যুবককে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনার তদন্তে তৎপর পুলিশ। মূল অভিযুক্ত সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। নৈহাটি থেকে পাকড়াও করা হয় তাকে। তবে এখনও এই ঘটনায় দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    জানা গিয়েছে, বেদিয়াপাড়ার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল সুশান্ত। তবে তাতেও শেষরক্ষা হয়নি। নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়েরের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। শেষমেশ মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাকে নৈহাটি থেকে গ্রেপ্তার করে। ধৃত সুশান্ত দাস স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাসের অনুগামী। এখনও বাবান ওরফে সুমন বন্দ্যোপাধ্যায় এবং সাগর নামে দু’জনের খোঁজে চলছে তদন্ত।

    উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাতে, দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে নৃশংস ঘটনাটি ঘটে। ওইদিন তারকনাথ কলোনির কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিল ওই এলাকার এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার। সেই সময় কাউন্সিলর এবং তাঁর অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায় ও সুশান্ত দাস-সহ বেশ কয়েকজন তাঁকে আক্রমণ করে। সামনে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রল বের করে রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আক্রান্ত যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

    পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ওই এলাকায় কাউন্সিলরের অনুগামী সুশান্ত দাসের দাপট চলে। স্থানীয় কেউ তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারে না। জানা গিয়েছে, সুশান্তর কাছে নেতাদের আশীর্বাদ থাকায় এলাকায় তাঁর দাপট বেড়েছে। নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ ঘটনার পাঁচদিনের মাথায় মূল অভিযুক্তকে পাকড়াও করেছে।
  • Link to this news (প্রতিদিন)