ভোটার তালিকার ম্যাপিংয়ের দায়িত্ব ছিল তাঁদের উপরে। সে কাজ প্রায় শেষের দিকে। যে বুথ লেভল অফিসারেরা (বিএলও) দায়িত্ব সামলাচ্ছেন, তাঁদেরই কারও কারও নাম কি ম্যাপিংয়ে অমিল? সূত্রের দাবি, ম্যাপিংয়ে মিল খুঁজে পাওয়া যায়নি, এমন বিএলও-দের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। রবিবার জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ, সোমবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট তলব করেছে সিইও-র দফতর।
সূত্রের খবর, নদিয়ায় এমন এক বিএলও-র খোঁজ মিলেছে, যাঁর নিজের বা পরিবারের কারও নাম ২০০২-এর ভোটার তালিকায় মেলেনি। কোন কোন বিএলও-র নাম ম্যাপিংয়ে মেলেনি, পশ্চিম মেদিনীপুরেও তা খোঁজার কাজ শুরু হয়েছে। জেলার এক নির্বাচন-আধিকারিক বলেন, ‘‘কমিশনের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।’’ আর এক আধিকারিকের কথায়, ‘‘ওই তালিকা তৈরির মৌখিক বার্তা এসেছে। তার ভিত্তিতেই তালিকা তৈরির কাজ হচ্ছে।’’
প্রশাসন সূত্রের খবর, শুরুতে দেখা হচ্ছে, জেলায় এমন বিএলও রয়েছেন কি না। থাকলে কোথায়, কত জন রয়েছেন? নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, এমন বিএলও-র নামের তালিকা বিধানসভা কেন্দ্র ধরে তৈরি করতে হবে। একটি সূত্রের দাবি, নানা জেলায় এমন বিএলও-র হদিস মিলেছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশ।
এ রাজ্যে সপ্তাহ দুয়েক আগে পর্যন্ত ‘ম্যাপিং’-এ প্রায় ৬৫% ভোটারের মিল বা পারিবারিক সূত্র পেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তখনও কিছুটা কাজ বাকি ছিল। নানা জেলায় ম্যাপিংয়ে নাম না-মেলা বিএলও-র সংখ্যা কত? রবিবার বিভিন্ন জেলার আধিকারিকেরা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁদের একাংশ শুধু জানান, খোঁজ শুরু হয়েছে। আজ, সোমবারের মধ্যে তালিকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। সে সব তালিকা সিইও-র দফতরে পৌঁছনোর পরে কাল, মঙ্গলবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হতে পারে বলে খবর।