• রবিবার অনুশীলনে গুরুতর চোট পেলেন দীপক টাংরি, ছন্দে মনবীর, স্বস্তিতে মোলিনা
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’হাতে ঢাকা মুখ। কাতরাচ্ছেন যন্ত্রণায়। সাপোর্ট স্টাফেদের সাহায্যে কোনওরকমে মাঠ ছাড়লেন দীপক টাংরি। রবিবার অনুশীলনে গুরুতর চোট পেলেন মোহন বাগান মিডিও। গোড়ালি অনেকটা ফোলা। গ্রুপের বাকি দুই ম্যাচেই অনিশ্চিত তিনি। স্বভাবতই চিন্তার ভাঁজ হোসে মোলিনার কপালে। আসলে গোয়ায় প্রবল বৃষ্টি মাথায় নিয়ে সুপার কাপ চলছে। পিচ্ছিল মাঠে ফুটবলারদের চোট পাওয়ার প্রবল সম্ভাবনা। এদিন ভার্নে পঞ্চায়েত গ্রাউন্ডে অনুশীলন করল মোহন বাগান। তার মাঝেই বিপত্তি।

    সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ানকে দু’গোলে পরাস্ত করে মোলিনা ব্রিগেড। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ডেম্পো। বিদেশিহীন গোয়ার দলটি ইস্ট বেঙ্গলকে রুখে সমীহ আদায় করে নিয়েছে। হোসে মোলিনা তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে নারাজ। বরং দলকে সেট করাই তাঁর লক্ষ্য। চোট কাটিয়ে মনবীর অনেকটাই ফিট। এটাই থিঙ্কট্যাঙ্কের বড় স্বস্তি। পাঞ্জাবি উইং হাফ ছন্দে থাকলে ধার বাড়ে আক্রমণে। লিস্টন ও মনবীরের কম্বিনেশন যে কোনও রক্ষণে ফাটল ধরাতে সক্ষম। অথচ মরশুমের শুরু থেকেই চোট-আঘাতে ভুগছেন মনবীর। গোয়ানিজ লিস্টনের চেনা ফর্ম উধাও। তবে চেন্নাইয়ানের বিরুদ্ধে অনেক ঝরঝরে দেখা গিয়েছে তাঁকে। লিস্টনের ব্যাকহিল থেকেই বুলেট শটে জাল কাঁপান ম্যাকলারেন। দ্বিতীয় গোলের কারিগর মনবীর। এক্ষেত্রে ব্যাক মাইনাস চমৎকারভাবে প্লেস করেন সেই জেমি। লিস্টন, মনবীরের ডানা মেলাই বোধহয় চেন্নাই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি। বিশাল কাইথও অনেক আত্মবিশ্বাসী। শিল্ড ফাইনালে টাই-ব্রেকারের নায়ক তিনি। চেন্নাইয়ানের বিরুদ্ধেও নিশ্চিত গোল বাঁচান। ছ’গজ থেকে জোরাল শট নিয়েছিলেন জিতেশ্বর। অসম্ভব ভালো রিফ্লেক্স না থাকলে এমন সেভ অসম্ভব। কয়েকদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে আইএফএ শিল্ড জিতেছে মোহন বাগান। মাঠের বাইরের বিতর্ক কিছুটা ঠান্ডা। কামিংসদের আত্মবিশ্বাসও তুঙ্গে। বিশেষজ্ঞদের ধারণা, ম্যাচ খেলার সঙ্গেই আরও ধারাল হবে মোহন বাগান।

    এদিকে রবিবার সুপার কাপের ম্যাচে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে রুখে দিল ইন্টার কাশী। ম্যাচের ফল ২-২। মাত্র একদিন অনুশীলন করে বিদেশিহীন স্কোয়াড নিয়ে সুপার কাপ খেলছে কাশী। প্রাক্তন গোলকিপার অভিজিৎ মন্ডলের দল পিছিয়ে পড়েও কামব্যাক করে। দ্বিতীয় ম্যাচে জামশেদপুরকে ২-০ ব্যবধানে হারাল গোয়া। গোলদাতা ইকের ও ড্র্যাজিক। প্রবল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ হওয়ায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ।
  • Link to this news (বর্তমান)