এসআইআর-এর আগেই বদলি? বিরাট রদবদল প্রশাসনে, তালিকায় ডিএম-এডিএম-সহ বহু আমলা, কে যাচ্ছেন কোথায়?...
আজকাল | ২৭ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বড় রদবদল রাজ্যের প্রশাসনে। প্রশাসনিক রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তাতে স্পষ্ট, রাজ্য সরকার একযোগে বহু আইএএস, ডাব্লিউবিসেএস অফিসারদের বদলি করেছে।
একদিকে ভোট অন্যদিকে এসআইআর। তার আগে রাজ্য প্রশাসনের এই বিরাট রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেকের মত, বিধানসভা ভোটের আগে এই রদবদল হওয়ারই ছিল। কেবল উৎসবের কারণে তা কার্যকর করা হয়নি এতদিন। অন্যদিকে এসআইএর চালু হয়ে গেলে, প্রশাসনের রদবদলে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকাও কার্যকরী হয়ে উঠবে, সেদিক থেকে এই
নবান্নর জারি করা এই বিজ্ঞপ্তিতে, তালিকায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক-সহ কোন কোন আমলা-
উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী বদলি হয়ে যাচ্ছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের সচিব পদে।
দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিউনিসিপ্যাল কমিশনার।
হিডকো'র ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেঠী হচ্ছেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক।
কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক হচ্ছেন।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রহিডকোর ম্যানেজিং ডিরেক্টর পদে বসছেন।
পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দ রাজ্য সরকারের পর্যটন বিভাগের ডিরেক্টর হচ্ছেন।