অটুট রইল প্রথা, উত্তরসূরি হিসেবে সূর্য কান্তকেই বাছলেন দেশের প্রধান বিচারপতি গভাই
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত। উত্তরসূরি হিসেবে তাঁকেই বেছে নিলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি বি আর গভাই। আজ, সোমবার সুপ্রিম কোর্ট সূত্রে এই খবর জানা গিয়েছে।
চলতি বছরের ২৩ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি গাভাইয়ের। শুরু হয়ে গিয়েছে তাঁর উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। জানা গিয়েছে, প্রথামতো বর্তমান প্রধান বিচারপতিকে তাঁর উত্তরসূরির নাম জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছিল। তার জবাব মিলেছে। দেশের সর্বোচ্চ আদালতে এখন দ্বিতীয় প্রবীণ বিচারপতি হলেন সূর্য কান্ত। তাঁকেই উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন বিচারপতি বি আর গভাই। সেই চিঠি পাঠানো হয়েছে আইনমন্ত্রকে। কেন্দ্রের তরফে তাতে সবুজ সংকেত মিললে আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত। প্রায় ১৫ মাস ওই পদে থাকার পর ২০২৭ সালে ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন তিনি।