• কেন্দ্রের আর্জি খারিজ, ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি, ২৭ অক্টোবর: কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু করতে হবে ১ আগস্ট থেকে। কিন্তু সেই পথে না হেঁটে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। আজ, সোমবার সেই মামলায় সর্বোচ্চ আদালতে মুখ পুড়ল মোদি সরকারের। এক্ষেত্রে হাইকোর্টের ১৮ জুনের রায়ই বহাল রাখল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। এই রায় পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না নিলেও নিশানা করেছেন ‘বাংলা বিরোধী’ বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। অভিষেক লিখেছেন,‘চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা।’২০২২ সালের মার্চ মাসে মনরেগা আইনের ২৭ নম্বর ধারা আরোপ করে বাংলায় ১০০ দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র। তারপর থেকেই চিঠি-পাল্টা চিঠির লড়াইয়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। কেন্দ্রের সমস্ত শর্ত মেনে নেওয়ার পাশাপাশি তাদের পাঠানো পর্যবেক্ষক দলের তোলা প্রশ্নের জবাবে ২৩টি অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) পাঠিয়েছে রাজ্য। তাও কেন্দ্র কোনও টাকা ছাড়েনি। যা নিয়ে এর আগে উষ্মা প্রকাশ করেছিল হাইকোর্ট। রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ‘১০০ দিনের কাজের মতো জনস্বার্থ মূলক প্রকল্প চিরতরে ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া যায় না।’ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই রায় পক্ষেই মত দিল। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মাধ্যমে রাজ্যে ১০০ দিনের কাজ শুরুর ক্ষেত্রে বাধা কাটল।
  • Link to this news (বর্তমান)