উৎসব মিটতেই ১০ জেলাশাসক সহ ৬৪ আইএএস অফিসারের বদলির অর্ডার করল নবান্ন, তালিকায় রয়েছেন তিন ডাবলুবিসিএসও
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব মিটতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। আজ, সোমবার মোট ৬৪ জন আমলার বদলির অর্ডার জারি হয়েছে নবান্ন থেকে। সরিয়ে দেওয়া হল একাধিক জেলার জেলাশাসককে। সেই তালিকায় আছে দুই ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদহের মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংবেদনশীল জেলা। সেইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন দপ্তরের আমলা পদেও। যা ঘিরে রাজ্য প্রশাসনের অন্দরে আলোচনা শুরু হয়েছে। যদিও নবান্ন সূত্রের দাবি, এই রদবদল রুটিন প্রক্রিয়ার অঙ্গ। এর সঙ্গে অন্য কিছুর যোগ নেই।
এদিকে, কলকাতা পুরসভার পুর কমিশনার পদেও বদল ঘটাল নবান্ন। এতদিন এই দায়িত্বে ছিলেন ধবল জৈন। তাঁকে বীরভূমের জেলাশাসক পদে বদলি করা হয়েছে। পরিবর্তে শহরের নতুন পুর কমিশনারের দায়িত্ব পেলেন সুমিত গুপ্তা। এর আগে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পদে ছিলেন ২০০৯ সালের ব্যাচের এই আইএএস অফিসার।
নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন উত্তর ২৪ পরগনার জেলাশাসক ছিলেন শরদ কুমার দ্বিবেদী। তাঁকে বদলি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব পদে। সীমান্ত লাগোয়া এই জেলার নতুন জেলাশাসক হচ্ছেন শশাঙ্ক শেঠি। পাশের জেলা দক্ষিণ ২৪ পরগণার নতুন জেলাশাসক হচ্ছেন এ কে মিনা। আগে তিনি ছিলেন কোচবিহারের জেলাশাসক। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর নতুন ম্যানেজিং ডিরেক্টর করল নবান্ন। তাঁর স্থলাভিষিক্ত হলেন মালদহের জেলাশাসক নীতীন সিংঘানিয়া। এদিকে, মালদহের নতুন জেলাশাসক হলেন প্রীতি গোয়েল। এর আগে দার্জিলিংয়ের জেলাশাসক পদে ছিলেন ২০১৩ সালের ব্যাচের এই আইএএস অফিসার। পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হচ্ছেন ইউ আর ইসমাইল।