নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর জি কর হাসপাতালের চিকিৎসকের রহস্যমৃত্যু। যার জেরে সোমবার চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। থাকতেন মধ্যমগ্রামের শিশির কুঞ্জ এলাকায়। আর জি কর মেডিকেল কলেজে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগের ওষুধ খেতেন শুভজিতবাবু। অনুমান করা হচ্ছে, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। যদিও মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়ার বিষয়টি মানতে নারাজ মৃত চিকিৎসকের পরিবার। তাঁর কাকা সুভাষচন্দ্র ঘোষ বলেন ‘কিভাবে এসব ঘটে গেলো, আমরা এখনও বুঝতে পারছি না। ও-যে এমন কাণ্ড ঘটাতে পারে সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘আর জি করে একটু ডিউটির চাপ ছিল। কিন্তু সেটা কোনও ব্যাপারই না।’ ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে মুখ খুলতে নারাজ পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।