• শুভেন্দুকে নিশানা করে বিস্ফোরক সাংসদ কল্যাণ
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৫
  • রাজ্য রাজনীতিতে ফের চড়ছে তরজা–র তাপ। কল্যাণ বনাম সুকান্তের দ্বন্দ্বের পর এবার কল্যাণ বনাম শুভেন্দু। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। শুভেন্দু এখনও আমার দয়ায় গ্রেপ্তার হয়নি। পাঁচ থেকে সাত দিনের মধ্যে সব প্রমাণ সামনে আনব।’

    বিরোধী দলনেতাকে এমনভাবে নিশানা করে তিনি আরও দাবি করেন, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যত দাগি লোক ঢুকেছে, সব


    লিস্ট দেব।’ কল্যাণের বিস্ফোরক মন্তব্যে পাল্টা দেন শুভেন্দু অধিকারীও। তিনি কটাক্ষ করে বলেন, ‘উনি মদ্যপ। উনি যে ভাষায় কথা বলেন, তাতে আমি উত্তর দেব না।’ পাশাপাশি সাম্প্রতিক মহুয়া ও কাঞ্চনের সঙ্গে কল্যাণ দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে বলেন, ‘কল্যাণের কথার সঠিক উত্তর দিতে পারবেন দু’জন— মহুয়া মৈত্র ও কাঞ্চন মল্লিক।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)