হেমন্ত মৈথিল, গাজিয়াবাদ: স্বাস্থ্য পরিষেবায় উত্তরপ্রদেশ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগ, উৎপাদন এবং উন্নত পরিষেবায় রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। আর ঠিক এই সময়েই গাজিয়াবাদে সম্প্রতি যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কে আন্তরিক অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
যশোদা মেডিসিটিকে বিশ্বমানের স্বাস্থ্য পরিকাঠামোয় ঢেলে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালটি শুধু ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের নয়, গোটা উত্তরপ্রদেশের মানুষকে পরিষেবা দেবে। তিনি জোর দিয়ে বলেন, এখন আর চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে কথায় কথায় দিল্লি ছুটতে হবে না। উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা এখন গাজিয়াবাদেই পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালে ড. পি.এন. অরোরা ‘ইনভেস্ট ইউপি’-র সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছিলেন। মাত্র তিন বছরেই সেই প্রকল্প বাস্তব রূপ পেল। এই হাসপাতাল তৈরিতে ৫,০০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। এটি রাজ্যের পরিবর্তিত সুঠাম অর্থনীতির প্রমাণ।
এখানে ক্যানসার-সহ বিভিন্ন গুরুতর রোগের আধুনিক চিকিৎসা হবে। যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে স্বাস্থ্যক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার হয়েছে। তিনি ভারতীয় দর্শন উল্লেখ করে বলেন, ‘শরীরম্ আদ্যং খলু ধর্ম সাধনম্’। অর্থাৎ সুস্থ শরীরেই জীবনের সব উদ্দেশ্য পূরণ হয়।
তিনি ড. অরোরা ও তাঁর দলকে ধন্যবাদ জানান। ড. অরোরা আর্থিক অবস্থা নির্বিশেষে সবার চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই হাসপাতাল কর্মসংস্থান ও আস্থার নতুন অধ্যায় রচিত করবে বলে মনে করছেন রাজ্যবাসী।