• দু’হাজার টাকা ধার মেটাতে না পারায় বন্ধুর হাতে ‘খুন’ যুবক! আত্মসমর্পণ অভিযুক্তের
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দুই হাজার টাকা ধার। সেই ধার মেটাতে না পারায় খুন হতে হল এক যুবককে। খুন করল তাঁরই এক বন্ধু। গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত।

    জানা গিয়েছে, কর্নাটকের মঞ্জুনাথ গৌড়া দুই হাজার টাকা ধার নিয়েছিলেন বন্ধু দয়ানন্দ গুন্ডলুরের কাছ থেকে। ধার নেওয়ার সময় মঞ্জুনাথ দাবি করেন, সাত দিনের মধ্যে টাকা শোধ করে দেবেন তিনি। যদিও, সাত দিনে পেরিয়ে যাওয়ার পরেও টাকা শোধ করতে পারেননি তিনি।

    রবিবার টাকা ফেরত চেয়ে মঞ্জুনাথের সঙ্গে দেখা করেন দয়ানন্দ। সেই সময় দু’জনের মধ্যে বচসা বেঁধে যায় বলে জানা গিয়েছে। বচসা চলাকালীন হঠাৎই রাগের বশে মঞ্জুনাথকে কাস্তে দিয়ে আক্রমণ করে দয়ানন্দ। এই আক্রমণের পরেই প্রবল রক্তক্ষরণ শুরু হয় মঞ্জুনাথের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

    জানা গিয়েছে, এই ঘটনার পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে দয়ানন্দ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দয়ানন্দের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    অন্যদিকে, মহারাষ্ট্রের এক যুবককে খুঁটিতে বেঁধে গণপিটুনি দেওয়া হয়েছে কর্নাটকে। মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছরের ওই যুবকের। জানা গিয়েছে, পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। প্রেমিকার পরিবারের লোক ওই যুবককে খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয়। 
  • Link to this news (প্রতিদিন)