• পথকুকুর মামলায় দু’মাসেও নেই হলফনামা! ব্যতিক্রম বাংলা, দিল্লি ও তেলেঙ্গানা, সুপ্রিম কোপে বাকি রাজ্য
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: দু’মাস পেরিয়ে গিয়েছে। পথকুকুর মামলায় সুপ্রিম নির্দেশ মেনে মাত্র তিনটি রাজ্য পেশ করেছে হলফনামা। যেগুলি হল, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও দিল্লি। বাকি রাজ্যগুলির গা ছাড়া মনোভাবে যারপরনাই ক্ষুব্ধ হল শীর্ষ আদালত। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভর্ৎসনা করে আদালত জানিয়ে দিল, ৩ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে রাজ্যেগুলির মুখ্যসচিবদের।

    পথকুকুরের দৌরাত্ম্য প্রাণ ওষ্ঠাগত হয়েছিল দিল্লিবাসীর। একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি সামাল দিতে প্রথমে দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তে বিতর্ক মাথাচাড়া দিলে দেশব্যাপী পথকুকুরদের সামলাতে নীতি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে কুকুরদের প্রতিষেধক ও বন্ধ্যাত্বকরণে জোর দেওয়া হয়। গত ২২ আগস্ট এই মামলায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যুক্ত করে সুপ্রিম কোর্ট।

    আদালত জানায়, পথকুকুরদের রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যেতে হবে। সেখানে নির্দিষ্ট পদ্ধতি মেনে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দিতে হবে। এরপর যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ফিরিয়ে দিতে হবে। এই পরামর্শের প্রেক্ষিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে তিনটি রাজ্য এই বিষয়ে সুপ্রিম কোর্টকে হলফনামা জমা দিয়েছে। যদিও তা নথিভুক্ত হয়নি বলে খবর। কারণ দীপাবলির ছুটির সময় জমা পড়ে এই হলফনামা। বাকিরা বিষয়টি এড়িয়ে গিয়েছে।

    সোমবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানেই যে রাজ্যগুলি এখনও হলফনামা জমা দেয়নি তাদের উপর ক্ষুব্ধ হয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, “দু’মাস সময় দেওয়া হয়েছে। তারপরও কোনও রাজ্যের প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক স্তরে আপনাদের দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে।” এরপরই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়, আগামী ৩ নভেম্বর সোমবার সকাল ১০.৩০ টায় হলফনামা জমাম না দেওয়া রাজ্যের প্রতিনিধিদের আদালতে উপস্থিত থাকতে হবে। কেন হলফনামা দাখিল করা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে।
  • Link to this news (প্রতিদিন)