• ভারতে প্রথম ‘স্মার্ট’ বিমানবন্দর, নজির গড়ল যোগীর উত্তরপ্রদেশ
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর খুব দ্রুত চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের এই প্রকল্পটি দেশের ডিজিটাল পরিকাঠামোয় নতুন মানদণ্ড যোগ করবে। এই বিমানবন্দর ডিজিটাল কানেক্টিভিটির প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

    ​জেওয়ার বিমানবন্দরকে সম্পূর্ণ ‘স্মার্ট’ ডিজিটাল নেটওয়ার্ক হিসেবে তৈরি করা হচ্ছে। এখানে নিরবচ্ছিন্ন ডেটা প্রবাহের জন্য দ্বৈত ফাইবার অপটিক নেটওয়ার্ক থাকবে। অর্থাৎ, একটি নেটওয়ার্কে সমস্যা হলেও অন্যটি সচল থাকবে। এ জন্য দুটি সম্পূর্ণ আলাদা জায়গায় ডেটা সেন্টার তৈরি করা হয়েছে।

    ​টার্মিনাল থেকে রানওয়ে, পার্কিং বা নিরাপত্তা—সবকিছু একটিই ইউনিফায়েড ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে। ফলে প্রতিটি কার্যকলাপ, চলাচল ও তথ্যপ্রবাহ আয়ত্তের মধ্যে থাকবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য অত্যাধুনিক ভিডিও নজরদারি ব্যবস্থা পুরো ক্যাম্পাস জুড়ে লাগানো হয়েছে। প্রবেশ এবং প্রস্থানের পথে লাইসেন্স প্লেট রেকগনিশন ও ড্রাইভার ইমেজিং ক্যামেরা স্মার্ট ভেহিকল ট্র্যাকিংয়ে সাহায্য করবে।

    ​ডিজিটাল নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে তিনটি প্রধান হাব তৈরি করা হয়েছে। (১) এওসি- এটি বিমানবন্দরের মূল মাথা হিসেবে কাজ করবে এবং সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণে রাখবে। (২) এসওসিসি- এটি বিমানবন্দরের নিরাপত্তার উপর কড়া নজরদারি রাখবে। (৩) এআইওসি- যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করবে। ​রানওয়ে সহ পুরো চত্বরে নির্বিঘ্ন ওয়্যারলেস নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করা হয়েছে। যাত্রীদের জন্য থাকবে স্মার্ট ডিজিটাল অ্যাক্সেস ও রিয়েল টাইম তথ্য ব্যবস্থা। এই প্রযুক্তি-নির্ভর পরিকাঠামো শুধুমাত্র মানুষের প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর নিরাপত্তা এবং স্বয়ংক্রিয় অপারেশনাল সিস্টেমগুলিকেও উন্নত ভাবে ব্যবহারের সুযোগ করে দেবে। জেওয়ার বিমানবন্দর উত্তরপ্রদেশের কানেক্টিভিটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দেশের প্রযুক্তিগত উৎকর্ষকে বিশ্ব দরবারে তুলে ধরবে এই বিমানবন্দর।
  • Link to this news (প্রতিদিন)