• বিহার ভোটের আগেই বিজেপিতে ফাটল! ‘দলবিরোধী’ কাজে বহিষ্কৃত ৬ বিজেপি নেতা
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে বড় ধাক্কা এনডিএ শিবিরে। দলবিরোধী কাজের অভিযোগে ছয় নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। এরমধ্যে রয়েছে কহলগাঁও-এর বিধায়ক পবন যাদব।

    রবিবার রাতে বিজেপি-র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিধায়ক-সহ ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদেরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিহারের বিধানসভা নির্বাচনে, দলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে এই ছয় নেতার বিরুদ্ধে। তাঁর দলবিরোধী কাজ করছিলেন। কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক পবন যাদবকে প্রার্থী করেনি বিজেপি। তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ছেন।’

    কহলগাঁও-এর বিধায়কের পাশপাশি সানি যাদব, শ্রবণ কুশওয়াহা, উত্তম চৌধুরী, মারুতি নন্দন এবং পবন চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটোনায় বিজেপি-র তরফে বলা হয়েছে, ‘বহিষ্কৃত নেতারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছিলেন। তাঁরা দলের আদর্শের বিরুদ্ধে কাজ করেছেন।’

    এর আগে, রবিবারই ১১ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি-র জোটসঙ্গি জেডিইউ। এদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ জন্য এবং ‘নীতীশের আদর্শকে অমান্য করার’ অভিযোগ উঠেছে। জেডিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং এক বিবৃতিতে জানিয়েছেন, বহিষ্কৃত সদস্যদের দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি বলেন, ‘এই নেতারা পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’ যা ১১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং ও সুদর্শন কুমার এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় প্রসাদ এবং রণবিজয় সিং।
  • Link to this news (প্রতিদিন)