• সেনার পরিচয়ে হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ! ফের প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগে হাতে নাম লিখে চিকিৎসকের আত্মহত্যায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। সেনার পরিচয়ে দিল্লির সফদরজং হাসপাতালে কর্মরত এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    জানা গিয়েছে, ২৭ বছর বয়সি ওই চিকিৎসকের সঙ্গে সোশাল মিডিয়ায় আলাপ জমিয়েছিল আরভ মালিক নামে এক যুবক। অনলাইন সংস্থার ডেলিভারি বয় আরভ ওই তরুণীর কাছে নিজেকে ল্যাফটেন্যান্ট হিসেবে পরিচয় দেন। ইন্সটাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে যোগাযোগ বাড়তে থাকে তাঁদের। নম্বর আদানপ্রদান ও হোয়াটসঅ্যাপে কথোপকথন চলত দু’জনের। চিকিৎসকের কাছে আরভ দাবি করেন তিনি কাশ্মীরে কর্মরত। সোশাল মিডিয়ায় নিজের দাবির সত্যতা প্রমাণে সেনার পোশাক পরা ছবিও পাঠান অভিযুক্ত।

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শুরুতে আরভ চিকিৎসককে জানান তিনি ছুটি নিয়ে দিল্লি আসছেন এবং তাঁর সঙ্গে দেখা কর‍তে চান। কিছুদিন পর অভিযুক্ত মসজিদ মোথ এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে দেখা করেন। অভিযোগ, সেখানেই খাবারের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে চিকিৎসককে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক। গত ১৬ অক্টোবর আরভের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক। সেইমতো অভিযান চালিয়ে আরভকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, এক দোকান থেকে সেনার পোশাক কিনেছিলেন তিনি।

    উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন এক মহিলা চিকিৎসক। মৃত্যুর আগে নিজের হাতের তালুতেই সুইসাইড নোট লেখেন ওই তরুণী। সেই ঘটনায় মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার মাঝেই এবার চিকিৎসক ধর্ষণের অভিযোগ দিল্লিতে।
  • Link to this news (প্রতিদিন)