• বিজয়ের সভায় মৃত্যু মিছিলের জের, রাজনৈতিক সমাবেশ নিয়ে নিয়মাবলি তৈরির নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিল অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার নতুন নির্দেশ। সোমবার মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে এসওপি তৈরির নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে বলা হয়েছে রাজ্যজুড়ে রাজনৈতিক সমাবেশের জন্য নির্দিষ্ট নিয়মাবলি তৈরি করতে হবে ১০ দিনের মধ্যে।

    থলপতি বিজয়ের সমাবেশে পদপিষ্টের ঘটনার পরে মাদ্রাজ হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেখানে রাজনৈতিক সমাবেশ এবং মিছিলের জন্য নির্দেশাবলি তৈরির দাবি জানানো হয়। প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বিচারপতি জি আরুল মুরুগানের বেঞ্চ এই মামলাটি ১১ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। আদালত নিজের পর্যবেক্ষণে বলেছে, রাজনৈতিক দলগুলি-সহ সকলেই এসওপি সম্পর্কে নিজেদের মতামত দিতে পারে সরকারের কাছে।

    শুনানির সময়, আদালত নিজের পর্যবেক্ষণে বলেছে, দ্রুত অনুমতি দেওয়ার ক্ষেত্রে ‘২৫টি শর্ত’ কঠোরভাবে মানতে হবে। আদালতের প্রশ্ন এত কম সময়ের মধ্যে অনুমতি পেলে কিভাবে রাজনৈতিক দলগুলি সব শর্ত পুরণ করে। তামিলনাড়ু সরকার জানিয়েছে, খসড়া নির্দেশাবলি তৈরি করা শুরু হয়েছে। তাঁদের তরফে আরও বলা হয়েছে, কিছু দলের সহযোগিতার অভাব থাকায় এই নির্দেশাবলির কাজ সম্পূর্ণ করা এখনও সম্ভব হয়নি।

    গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয় থলপতির রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪১ জনের এবং আহতের সংখ্যা শতাধিক। সংশ্লিষ্ট ঘটনায় মাদ্রাজ হাই কোর্টে দক্ষিণী সুপারস্টারকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভর্ৎসনাও করা হয়।
  • Link to this news (প্রতিদিন)