‘সবার জন্য সাশ্রয়ী বিশ্বমানের স্বাস্থ্যসেবা’, যশোদা মেডিসিটির উদ্বোধনে বার্তা দ্রৌপদী-রাজনাথের
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, গাজিয়াবাদ: গত রবিবার গাজিয়াবাদের ইন্দিরাপুরমে যশোদা মেডিসিটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই অত্যাধুনিক স্বাস্থ্য পরিকাঠামো এবং জনসেবার মনোভাবের জন্য হাসপাতালটির প্রশংসা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা মন্ত্রী।
অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, সুস্থ ভারতই বিকশিত ভারতের মূল ভিত্তি। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করতে হলে নাগরিকদের সুস্থ রাখা সবার আগে জরুরি। তিনি মনে করিয়ে দেন, সরকার দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে চলেছে। তিনি জানান, আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে ১০ কোটি পরিবারকে বছরে ৫ লাখের স্বাস্থ্যবীমা দেওয়া হয়েছে। সম্প্রতি ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিককেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে কম খরচে ওষুধ পাওয়া যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, ২০১৪ সাল থেকে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৩৮৭ থেকে এখন ৮০০-তে পৌঁছেছে। এমবিবিএস আসনও ৫০,০০০ থেকে বেড়ে ১.২ লাখেরও বেশি হয়েছে। ২২টি নতুন এইমস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ১২টি ইতিমধ্যে চালু হয়ে গেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি যশোদা মেডিসিটির জনসেবার প্রশংসা করেন। বিশেষ করে যক্ষ্মা নির্মূল এবং আদিবাসী এলাকায় প্রচলিত সিকেল সেল অ্যানিমিয়ার মতো রোগের চিকিৎসায় হাসপাতালের প্রচেষ্টাকে স্বাগত জানান। তিনি খুশি যে এমন একটি কেন্দ্রে সব ধরনের পরীক্ষা ও উন্নত চিকিৎসা এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে IIT বম্বের মতো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে দেশীয় চিকিৎসা প্রযুক্তির বিকাশে জোর দিতে বলেন। তিনি মনে করিয়ে দেন, সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিরও চিকিৎসার উৎকর্ষের সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করা উচিত।
হাসপাতালের চেয়ারম্যান ড. পি.এন. অরোরার প্রচেষ্টাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, যশোদা মেডিসিটি ‘সবার জন্য সাশ্রয়ী বিশ্বমানের স্বাস্থ্যসেবা’ দেওয়ার লক্ষ্য পূরণ করবে।