বাকুড়ায় ক্রেন উলটে মৃত যুবক, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
দেবব্রত দাস, খাতড়া: রাস্তার ধারে পথবাতি লাগানোর সময় ভয়াবহ দুর্ঘটনা। ক্রেন উলটে মৃত্যু হল যুবকের। দুর্ঘটনায় জখম শিশু-সহ ৭ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে। মৃত যুবকের নাম সনু চক্রবর্তী। তাঁর বাড়ি হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহড়ামুড়ি এলাকায় বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের রাস্তার পাশে পথবাতি লাগানোর কাজ চলছিল। উঁচু পোস্টে আলো লাগানোর জন্য একটি ক্রেন আনা হয়। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ কাজ চলার সময় আচমকাই ক্রেনটি উল্টে গিয়ে বিপত্তি ঘটে। রাস্তার পাশে একটি সেলুনের উপরে পড়ে সেটি। ওই সেলুনের একাংশ ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রমিক ও স্থানীয়রা। দুর্ঘটনায় অনেকেই জখম হন।
খবর যায় হিড়বাঁধ ও ইন্দপুর থানায়। দুই থানা থেকেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের প্রথমে স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মধ্যে চারজনকে বাঁকুড়া সন্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। সেখানেই সনু চক্রবর্তী নামে বছর ২৩-এর ওই যুবক মারা যান। বাকিদের শারীরিক অবস্থাও কমবেশি গুরুতর বলে খবর। ঘটনার পরে বহড়ামুড়িতে শুরু হয় বিক্ষোভ। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।