• বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন, গুরুতর জখম অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন ৮
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • নিরুফা খাতুন: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন। ঘটনায় গুরুতর জখম ৮। আহতদের মধ্যে দু’জন শিশু আছে বলে জানা যাচ্ছে। সবাইকেই গুরুতর অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

    জানা যায়, সোমবার দুপুরে ৩৯ বেলতলা রোডের পেয়ারাবাগান বস্তির একটি বাড়িতে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ঘটনায় গুরুতর জখম হন ৮ জন। আহতদের মধ্যে দুজন শিশু আছে বলেও জানা গিয়েছে। আহতদের সবাই বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন আছেন বলে জানা যাচ্ছে। দমকল সূত্রে খবর, কোনওভাবে গ্যাস লিক করে এই আগুন লাগতে পারে। যদিও সবটা খতিয়ে দেখা হচ্ছে।

    বলে রাখা প্রয়োজন, রবিবারেই মানিকতলার একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করেন দমকল আধিকারিকরা। এরমধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়।
  • Link to this news (প্রতিদিন)