ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে দেশে। ২৮ অক্টোবর থেকে দেশের ১২টি রাজ্যে শুরু হচ্ছে প্রক্রিয়া। কবে কী কী হবে, তার তালিকা প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রাহ্য করা হবে। কিন্তু নাগরিকত্ব বা জন্ম শংসাপত্র হিসেবে আধার গ্রাহ্য হবে না।