• ১২ চাকার অয়েল ট্যাঙ্কারে ১৪ হাজার লিটার বেআইনি তেল, শোরগোল বীরভূমে
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • ১২ চাকার অয়েল ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে ভর্তি বেআইনি ডিজ়েল। এমনই অভিযোগ উঠল বীরভূমের মহম্মদ বাজারে। বাজেয়াপ্ত ওই ট্যাঙ্কার। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ডিজেলের পরিমাণ ১৪ হাজার লিটার । এছাড়াও উদ্ধার হয়েছে ৫০টি ড্রাম, তেল তোলার জন্য ব্যবহৃত টুলু পাম্প ও ৫টি বালতি। বেআইনি ডিজ়েল পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদ বাজার থানার পুলিশ খয়রাকুড়ি থেকে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করে।

    কিন্তু এই বিপুল পরিমাণ বেআইনি তেল কোথা থেকে এল, কী ভাবে এতটা পথ ট্যাঙ্কারে বেআইনি তেল এল, তা জানতে তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ।

    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, চোরাই তেলের কারবারীরা পুলিশের চোখে ধুলো দিতে ১২ চাকার ট্যাঙ্কারটিতে ইন্ডিয়ান অয়েলের লোগো ব্যবহার করেছিল। এই তেল কোথায় সরবরাহ করার কথা ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক ভাবে সন্দেহ, বেআইনি পেট্রোল-ডিজেল পাম্পে সরবরাহ করা হতো। বীরভূম জেলায় বহু সংখ্যক বেআইনি পেট্রোল পাম্প গজিয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছিল আগেই। ওই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিল পেট্রোল পাম্প মালিক সংগঠনও। পরে দুবরাজপুর, বোলপুর সহ একাধিক জায়গায় অবৈধ পেট্রোল পাম্প বন্ধ করে বীরভূম জেলা পুলিশ।

  • Link to this news (এই সময়)