• দুর্গাপুরের ঘটনায় আদালতে TI প্যারেডের রিপোর্ট, কাকে ধর্ষক বললেন নির্যাতিতা?
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ারকে ‘গণধর্ষণ’ করা হয়নি বলে আগেই জানিয়েছিল পুলিশ। টিআই প্যারেডের সময়ে একজনকে ‘ধর্ষক’ বলে চিহ্নিত করেছেন নির্যাতিতা। সোমবার আদালতে শুনানির সময়ে তরুণীর আইনজীবী সহপাঠীকেই ধর্ষক বলে দাবি করেন।

    গত ২৪ অক্টোবর দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেড করানো হয়। সেখানেই অভিযুক্তদের চিহ্নিত করেছেন নির্যাতিতা। সোমবার আদালতে টিআই প্যারেডের রিপোর্ট জমা পড়ে। নির্যাতিতা ছাত্রীর আইনজীবী পার্থ ঘোষ দাবি করেন, ‘টিআই প্যারেডের রিপোর্ট খোলার পর দেখা যায় আমার মক্কেল সহপাঠীকেই ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন। বাকি চার অভিযুক্তকেও তিনি শনাক্ত করেছেন। তারা সেখানে হাজির ছিল।’

    এ দিন ধৃত সহপাঠী ছাত্র-সহ মোট ছ’জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু আইনজীবীদের সংগঠন কর্মবিরতি ঘোষণা করায় ধৃতদের আদালতে হাজির করানো হয়নি। কিন্তু তাদের মামলার শুনানি হয়েছে। ধৃতদের তরফে এ দিনও কোনও আইনজীবী ছিল না। নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন, ‘একজন ধর্ষণ করেছে বলে বাকিরা সবাই ছাড়া পেয়ে যাবে এমনটা নয়। তারা সেখানেই ছিল ও ওই কাজে সাহায্য করেছে। তাই তারাও সমান অভিযুক্ত।’

    উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে ধর্ষণের ঘটনার পর অভিযুক্তদের পাঁচ জনের মধ্যে চার জনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। একমাত্র নির্যাতিতার সহপাঠী বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাকে ধরার জন্য তার দিদির মোবাইল নিয়ে নেয় পুলিশ। সূত্রের খবর, বাড়ির সদস্যদের মধ্যে নির্যাতিতার সহপাঠী তার দিদির সঙ্গে ফোনে যোগাযোগ করছিল। দিদির মোবাইলের সূত্র ধরে সহপাঠীকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ৩১ অক্টোবরে ফের শুনানি হবে এই মামলার।

  • Link to this news (এই সময়)