• মঙ্গলেই ল্যান্ডফল, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা? বাংলায় কী প্রভাব? জানাল হাওয়া অফিস
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এর বর্তমান অবস্থান বিশাখাপত্তনম থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে। মঙ্গলবার সকালে তা আরও ঘনীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা বা রাতে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে। সেই সময়ে এর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

    এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহবিদরা। এই সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ৩১ অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর দিনাজপুরে। ৩০ অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    মঙ্গল থেকে শুক্রবারের মধ্যে কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

    দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবারের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

  • Link to this news (এই সময়)