‘সবই ছট মাইয়ার আশীর্বাদ!’ রাতারাতি ভাগ্যবদলে এমনটাই বলছিলেন গঙ্গারামপুরের চৌহান পরিবারের সদস্যরা। পুজোর দিনেই লক্ষ্মীলাভ পরিবারের সদস্য সন্তোষ চৌহানের। ৯০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন সন্তোষ। খবর আসতেই সোমবার পুজোর আনন্দ কয়েকগুণ বেড়ে যায় চৌহান পরিবারে।
সন্তোষ রাজমিস্ত্রীর কাজ করেন৷ বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। স্বল্প আয়ে কোনওমতে সংসার চলে। এ দিন বাড়িতে পুজোর তোড়জোড় চলছিল। পুজোর শুভদিনে ভাগ্যপরীক্ষার জন্যে স্থানীয় লটারি বিক্রেতা নয়ন ঘোষের কাছ থেকে একটি ৯০ টাকা দিয়ে টিকিট কাটেন। তাতেই ভাগ্যবদল! এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছেন সন্তোষ। খবর ছড়িয়ে পড়তেই সন্তোষের বাড়িতে গ্রামের বাসিন্দাদের ভিড়। ছুটে এলেন আত্মীয়-স্বজনরাও।
সন্তোষ বলেন, ‘আজ ছট পুজো। আমরা ছট পুজো করি। তাই ভাগ্য পরীক্ষা করতে ৯০ টাকার টিকিট কেটেছিলাম৷ সেই টিকিটেই প্রথম পুরস্কার ১ কোটি টাকা পেলাম। ঠাকুর মুখ তুলে চেয়েছেন।’ অভাবের সংসারে এ বার স্বচ্ছলতা বাড়বে বলেই মনে করছেন তিনি। এই টাকা কী ভাবে খরচ করবেন? সন্তোষ বলেন, ‘এই টাকায় ছেলের ভবিষ্যতের জন্য একটি বাড়ি করতে চাই। কোটি টাকা পেলেও রাজমিস্ত্রীর কাজ করে যাব। এটাই আমার রুজি রোজগারের অন্যতম কাজ ছিল। তাই তাকে ভুলতে চাই না।’
সন্তোষের দাদা অশোক চৌহান বলেন, ‘আমাদের সকলের অভাবের সংসার৷ ভাই রাজমিস্ত্রীর কাজ করে। আজ সে লটারিতে ১ কোটি টাকা পেয়েছে। ওই টাকায় সে বাড়ি করবে। আমরাও খুব খুশি।’ অন্য দিকে গঙ্গারামপুর থানার তরফে জানানো হয়েছে,, তাদের কাছে এলে নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন।