• বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মেয়েকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ওয়ার্ড বয়
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৫
  • এসএসকেএম হাসপাতাল, উলুবেড়িয়া হাসপাতালের পরে এ বার বর্ধমান হাসপাতাল। ফের শ্লীলতাহানির ঘটনা। চিকিৎসাধীন রোগীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা। ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা।

    নির্যাতিতা আদিবাসী যুবতীর মা কয়েকদিন ধরেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই যুবতী। অভিযোগ, হাসপাতালে আসার পর থেকেই অভিযুক্ত যুবতীকে কু-ইঙ্গিত করছিল। রবিবার ওয়ার্ডের ভিতরে আচমকা আসে ওয়ার্ডবয় বিশ্বজিৎ। অভিযোগ, ঘরে ঢুকেই আলো নিভিয়ে দিয়ে পিছন থেকে যুবতীকে জড়িয়ে ধরে ওই যুবক। এমনকী তাঁর শাড়ি টেনে খুলে দেওয়া হয়। যুবতী চিৎকার করলে তাঁর মুখ টিপে ধরে অভিযুক্ত। যুবতীকে মারধর করা হয় বলে অভিযোগ। নিজেকে কোনওরকমে মুক্ত করে যুবতী চিৎকার করলে হাসপাতালে থাকা লোকজন সেখানে পৌঁছতেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।

    ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য, গত সপ্তাহে বুধবার এসএসকেএম-এ এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে।  বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ। অন্য দিকে, কালীপুজোর দিন, সোমবার কর্তব্যরত এক সিনিয়র আবাসিক মহিলা চিকিৎসককে মারধর ও গালিগালাজ করার অভিযোগ ওঠে উলুবেড়িয়ার মেডিক্যাল কলেজে। গত শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক নির্দেশিকা দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)