অভিযোগ, ছুটির দিনে কোনও আলোচনায় না গিয়েই শ্রীরামপুরের এসডিও বার লাইব্রেরির সামনে হঠাৎ করে পাঁচিল নির্মাণের নির্দেশ দেন। এর ফলে প্রবেশপথ সংকীর্ণ হয়ে পড়েছে, ফলে লাইব্রেরিতে যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। অ্যাম্বুলেন্স বা গাড়ি প্রবেশ করাও এখন কার্যত অসম্ভব। এমনকি লাইব্রেরির একটি সেরেস্তা ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
বিক্ষোভকারীরা জানান, এসডিও–র বাংলোয় দেখা করতে গেলে তাঁদের সেখান থেকে বের করে দেওয়া হয় এবং অফিসে যোগাযোগ করতে বলা হয়।
ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের দাবি, এসডিও নিজে বার লাইব্রেরিতে এসে আলোচনায় বসুন এবং অবিলম্বে কাজ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে দিন। দাবি না মানা হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।