আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের চিকিৎসক। আচমকা ঢলে পড়েন মৃত্যুর কোলে। চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। শোরগোল। জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন তিনি।
জানা গিয়েছে, শুভজিৎ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। যদিও নিশ্চিত তথ্য মেলেনি এখনও।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু, তা মানতে রাজি নয় পরিবার। মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শুভজিৎ আচার্যর কাকা সুভাষচন্দ্র ঘোষ বলেন, 'কীভাবে ঘটনাটি ঘটেছে আমরা এখন বুঝতে পারছি না। এরকম একটি ছেলের যে এই ঘটনা ঘটতে পারে সেটা আমাদের কাছে এখনও বিশ্বাসযোগ্য নয়। যেখানেই সে ডাক্তারি চেম্বার করত, কখনও কোনও সমস্যা হত না।' তাঁর বাবা শ্যামল কুমার আচার্য জানিয়েছেন, কোনও রকম পারিবারিক বিবাদ কিংবা অন্য সমস্যা ছিল না তাঁদের। ছেলের মৃত্যুর পর আশঙ্কা, হয়তো কোনও আম্নসিক চাপ ছিল, যা তাঁরা বুঝতে পারেননি।