'SIR এ একজনও প্রকৃত ভোটারের নাম বাদ গেলে...', কমিশনের বক্তব্যের পরেই হুঁশিয়ারি কুণালের
আজ তক | ২৮ অক্টোবর ২০২৫
'SIR নিয়ে অনেকে প্ররোচিত করার চেষ্টা করবে, সেই ফাঁদে পা দেবেন না,' সোমবার নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পরই সাবধান করে দিলেন কুণাল ঘোষ। তিনি বললেন, তৃণমূল কংগ্রেস বরাবরই ভোটার লিস্টের সংশোধনের পক্ষে। তাই SIR বিরোধিতা তাদের নীতি নয়। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন যেন কোনও যোগ্য নাগরিকের নাম বাদ না যায়, সেই বিষয়ে লক্ষ্য রাখার আর্জি জানালেন কুণাল। তিনি বলেন, একটিও যোগ্য ভোটারের নাম বাদ গেলে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে। কুণালের কথায়, 'আপনি প্রকৃত ভোটার হলে কেউ আপনার নাম বাদ দিতে পারবে না।'
তবে প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখতে হবে বলেও জানিয়ে দিলেন কুণাল ঘোষ। তারপর এটাও বললেন যে, যোগ্য ভোটারদের নাম বলপূর্বক বাদ গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। এমন পরিস্থিতিতে প্রয়োজনে দিল্লি গিয়ে নির্বাচন কমিশনে এক লক্ষ লোক শান্তিপূর্ণ আন্দোলন করবে বলেও দাবি করেন কুণাল।
উল্লেখ্য, সোমবার বিকেল ৪.১৫ থেকে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে SIR এর বিষয়ে বিস্তারিত জানান মুখ্য নির্বাচন কমিশনার।
এই দীর্ঘ সময়ের মধ্যে দেশের ভোটার তালিকায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। অনেক মানুষ বাসস্থান পরিবর্তন করেছেন। আর তার ফলে অনেকের নাম একাধিক জায়গায় রয়ে গিয়েছে। এর পাশাপাশি অনেক জায়গায় ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থেকে গিয়েছে। অনেক সময় আবার ভুল করে অযোগ্য ব্যক্তির নাম লিস্টে ঢুকে গিয়েছে। সেগুলির সংশোধন করাই SIR এর মূল লক্ষ্য।