• পশ্চিমবঙ্গে SIR করতে বাধা পেলে কী করবেন? উত্তর দিলেন CEO
    আজ তক | ২৮ অক্টোবর ২০২৫
  •  পশ্চিমবঙ্গে ভোটার তালিকার  বিশেষ নিবিড় সংশোধন  (SIR)-এর দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সোমবার কমিশন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল মঙ্গলবার থেকে SIR-এর কাজ শুরু হচ্ছে বাংলায়। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

    নির্বাচন কমিশন জানিয়েছে, যে সকল রাজ্যে SIR  ঘোষণা করা হচ্ছে সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবে কমিশন। দ্বিতীয় দফায় মোট ১২টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে সেই সব রাজ্য, যেখানে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, দ্বিতীয় দফায় এসআইআর হবে- বাংলা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, পুদুচেরি, আন্দামান-নিকোবর, গোয়া, গুজরাত, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কেরল-এ। অর্থাৎ, পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে কাল থেকে।

    সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, সফল প্রথম দফার এসআইআর। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে আগামিকাল থেকে।  ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

    বাংলায় SIR নিয়ে রাজ্যের সঙ্গে মতবিরোধ রয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নেরও উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘বাংলা নিয়ে কোনও সমস্যা নেই। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের উচিত নিজের দায়িত্ব পালন করা। ঠিক যেমন ভাবে নির্বাচন কমিশনার নিজের কাজ করছে। ঠিক সেই ভাবেই রাজ্য সরকারকেও নিজের দায়িত্ব পালন করতে হবে।’ পাশাপাশি ১২টি রাজ্যের রাজ্য সরকার আইন-শৃঙ্খলা নিয়ে তাদের যথাযথ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করে কমিশন। 

    প্রসঙ্গত, প্রথম থেকেই এ রাজ্যের শাসকদল তৃণমূল দাবি করে এসেছে, এই SIR-কে ঢাল করে বিজেপি বাংলার ভোটারদের একটা অংশকে ছেঁটে ফেলতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, একজনও যোগ্য ভোটারের নাম বাদ পড়লে প্রতিবাদ হবে। সে প্রতিবাদে আঁচ পৌঁছবে দিল্লির দরজা পর্যন্ত। এসআইআর বিরোধিতায় বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিকে রাজ্যে বিজেপির বরাবরের অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম দিয়ে ভোটার তালিকা ফুলিয়ে তোলা হয়েছে। এসআইআর-এর মাধ্যমে তালিকা সংশোধনের ফলে প্রকৃত ভোটারের নাম প্রতিফলিত হবে। এই আবহেই বাংলায় ঘোষণা হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর দিনক্ষণ। মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে বাংলায় SIR শুরু হচ্ছে। ২৩ বছর পরে বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। এর আগে ২০০২ সালে SIR হয়েছে এ রাজ্যে। 
     
  • Link to this news (আজ তক)