• SIR-এর নথি জমা দেওয়ার শেষ তারিখ কবে, ভোটার তালিকায় নাম তুলতে কী কী করতে হবে? জানুন
    আজ তক | ২৮ অক্টোবর ২০২৫
  • পশ্চিমবঙ্গে ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন । বাংলার পাশাপাশি  আন্দামান ও নিকোবর, ছত্তিসগড়, গোয়া, গুজরাত, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে হবে এই দ্বিতীয় দফায় SIR। প্রথম দফায় SIR হয়েছিল বিহারে। সেরাজ্যে তা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

    SIR-এর কবে কোন প্রক্রিয়া? 

    মুখ্য নির্বাচন কমিশনার জানান, বিহারের মতো এই দফার ১২ জায়গাতেও শান্তিপূর্ণভাবে SIR করবে কমিশন। কাল মঙ্গলবার থেকে এনুমেরেশন ফর্ম ছাপা হবে। বিএলওদের প্রশিক্ষণ শুরু হবে কাল থেকেই। আর তা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। 

    এরপর বাড়ি বাড়ি গিয়ে  ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমেরেশন ফর্ম দেওয়া শুরু করবেন BLO রা। তারপর খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। সেই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে অভিযোগ জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারিখ হল ৭ ফেব্রুয়ারি। 

    ভোটারদের কী করতে হবে? 

    নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ভোটাররা। তাঁদের সব রকমের সাহায্য করবেন BLO রা। প্রতিটি ভোটারের বাড়িতে ৩ বার যাবেন BLO রা। তাঁরা ভোটারদের হাতে ফর্ম তুলে দেবেন। নতুন ভোটারদের ফর্মপূরণে সাহায্য করবেন ERO বা নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা ও বা AERO সহকারী ERO। 

    যে ভোটাররা লেখাপড়া জানেন না বা যারা বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী তাঁদের সাহায্য করবেন BLO রা। যাতে ভোটারদের কোনও অসুবিধে না হয় সেজন্য সর্বোচ্চ সহায়তা করা হবে কমিশনের তরফে। 

    কারা ভোটার হতে পারবেন? 

    ভারতীয় নাগরিক হওয়ার শর্ত হল - ভারতীয় নাগরিক হতে হবে, বয়স ১৮ বছরের বেশি হতে হবে, নির্দিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে। 

    SIR-এর জন্য কী নথি লাগবে? 

    নির্বাচন কমিশন SIR-এর জন্য কী কী নথি লাগবে সেটা আগে থেকেই নির্ধারণ করেছে। সেগুলো হল, (ক) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
     (খ) পাসপোর্ট (গ)  ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। (ঘ) কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। (ঙ)ফরেস্ট রাইট সার্টিফিকেট (চ)জাতিগত শংসাপত্র। (ছ) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার (জ) রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র (ঝ) জমি অথবা বাড়ির দলিল। 
     
  • Link to this news (আজ তক)