আচমকা মৃত্যু আরজি করের এক চিকিৎসকের। রবিবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুরোগ বিশেষজ্ঞ শুভজিৎ আচার্যের। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আচমকা এই মৃত্যুর ঘটনায় বিস্মিত চিকিৎসকের পরিবার সহ শুভজিতের সহকর্মীরা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ওষুধের বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে শুভজিতের। চিকিৎসকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই চিকিৎসকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরজি করের শিশুরোগ বিশেষজ্ঞ শুভজিৎ আচার্যের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশিরকুঞ্জে। রবিবার রাতে বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি হন শুভজিৎ। এরপরেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য নিয়মিত কিছু ওষুধ খেতেন শুভজিৎ। প্রাথমিক অনুমান সেই ওষুধের ওভারডোজের কারণে শরীরে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শুভজিতের এই আচমকা মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর পরিবার।
পরিবারের তরফে শুভজিতের কাকা বলেন, ‘কীভাবে এই ঘটনা ঘটল এখনও বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না এখনও। শুভজিৎ যেখানে চেম্বার করত, সেখানে কোনোরকম কোনও সমস্যা হত না। আরজি করে কাজ করাকালীন, তাঁর উপর একটু চাপ পড়ত, কিন্তু তা এমনকিছু বিষয় নয়।’ শুভজিতের বাবা জানান, পরিবারের সঙ্গেও কোনোরকম বিবাদ ছিল না শুভজিতের।শুভজিৎ ও তাঁর স্ত্রী আলাদা থাকতেন। স্ত্রীর সঙ্গেও সম্পর্ক ভালোই ছিল তাঁর। মৃত্যুর ঘটনায় শোকাহত তিনি। মানসিক চাপের প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান করেছেন মৃত চিকিৎসকের বাবা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে ঘটনার তদন্তে নামবেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।