আক্রান্ত ছাত্রীর বাবা ধর্ষক! দিল্লির অ্যাসিড হামলায় নয়া মোড়, থানায় অভিযুক্তের স্ত্রী
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে কলেজ ছাত্রীর উপর অ্যাসিড ছোড়ার ঘটনায় নয়া মোড়। এবার নির্যাতিতার বাবার বিরুদ্ধে গুরতর অভিযোগ তুললেন মূল অভিযুক্তের স্ত্রী। তাঁর দাবি, আক্রান্ত তরুণীর বাবার দ্বারা লাগাতার ধর্ষিতা হয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেল করত অভিযুক্ত। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার সকালে কলেজ ক্যাম্পাসের কাছেই অ্যাসিড ছোড়া হয়েছিল এক ছাত্রীর উপর। ২০ বছর বয়সি ওই নির্যাতিতা উত্তর-পশ্চিম দিল্লির লক্ষ্মীবাই কলেজের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে জানা যায়, রবিবার অতিরিক্ত ক্লাসের জন্য কলেজ যাচ্ছিলেন দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। সেই সময় বাইকে করে তাঁর সামনে আসে তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। তিনি হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলে ছাত্রীর দুই হাত গুরুতর জখম হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরে অনুসরণ করছিল ওই তরুণীকে। রবিবার ঈশান ও আরমান নামে আরও দুজনকে সঙ্গে নিয়ে হামলা চালানো হয়।
রবিবার তিনজনকে গ্রেপ্তারের পর সোমবার নতুন করে থানায় অভিযোগ দায়ের করেন প্রধান অভিযুক্তের স্ত্রী। পুলিশের অ্যাসিড আক্রান্ত ছাত্রীর বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, ওই তরুণীর বাবা নিয়মিত তাঁর যৌন নির্যাতন করতেন। মহিলার দাবি, তিনি ওই ব্যক্তির কাছে কিছুদিন কাজ করেছিলেন। যেখানে তাঁকে ধর্ষণ করা হয়। তার পরে গোপন ভিডিও দেখিয়ে তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করা হত। দিনের পর দিন লাগাতার ওই তরুণীর বাবা তাঁর যৌন নির্যাতন করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।