কাজের সময় মেশিনে গলা কেটে মৃত্যু শিশুশ্রমিকের! হাওড়ায় গ্রেপ্তার কারখানা মালিক
প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: ছাঁট লোহার কারখানায় কাজ করার সময় মারা গেল এক কিশোর। ওই কিশোর শিশুশ্রমিক হিসেবে সেখানে কাজ করত বলে খবর! মেশিনে কাজ করার সময় ওই কিশোরের গলা কেটে যায় বলে অভিযোগ। পরে সে মারা যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে।
সাঁকরাইলের বাণীপুর ২ পঞ্চায়েত এলাকায় শীতলাতলায় ওই ছাঁট লোহার কারখানা আছে। সেখানেই বছর ১৪-এর গোপাল দাস নামে ওই কিশোর কাজ করত। ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার। কারখানায় মেশিনের সামনে কাজ করার সময় ওই কিশোরের গলায় আঘাত লাগে। লোহায় গলা কেটে যায় বলে অভিযোগ। ছুটে আসেন কারখানার অন্যান্য শ্রমিকরা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে সাঁকরাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়।
পুলিশ তদন্তে নেমে ওই কারখানার মালিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে। শিশুশ্রমিকদের কাজে নিয়োগ করা আইনবিরুদ্ধ। তারপরও কীভাবে ওই কারখানায় ওই কিশোরকে দিয়ে এমন কাজ করানো হচ্ছিল? সেই প্রশ্ন উঠেছে। কারখানার মালিক ও তাঁর ছেলের বিরুদ্ধে শিশু শ্রম বিরোধী আইনের ধারা-সহ অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আজ, সোমবার ধৃতদের আদালতে তোলা হয় বলে খবর।
ওই এলাকাতেই কিশোরের বাড়ি। তার বাবা-মা নেই। দাদু-দিদার কাছে থাকত সে। পরিবারে আর্থিক অনটন ছিল। সেজন্য এত কম বয়সে অর্থ উপার্জনের জন্য কারখানায় কাজ করতে গিয়েছিল! আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।