• বর্ধমান হাসপাতালে তরুণীর শ্লীলতাহানি! গ্রেপ্তার ওয়ার্ডবয়
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওয়ার্ডের ভিতরে এক রোগীর তরুণী মেয়ের শ্লীলতাহানি করার  অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। অভিযুক্ত বিশ্বজিৎ দে ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় ধৃতের বাড়ি। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নিগৃহীতা তরুণীর মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার থেকে মায়ের কাছেই রয়েছেন ওই তরুণী। নির্যাতিতার দাবি, রবিবার বিকেলে ওয়ার্ডের ভিতরে আসেন বিশ্বজিৎ। তারপর আচমকাই ঘরের আলো নিভিয়ে দেন। অভিযোগ, বিশ্বজিৎ নির্যাতিতাকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। তরুণীর মুখ চেপে ধরা হয়! চিৎকার করতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ তরুণীর। কোনওক্রমে ওই ওয়ার্ডবয়ের হাত থেকে নিজেকে মুক্ত করে চিৎকার করেন নির্যাতিতা। আশপাশে থাকা লোকজন অকুস্থলে পৌঁছতেই দৌড়ে পালান বিশ্বজিৎ।

    পরে ওই তরুণী পুলিশে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওয়ার্ডবয়কে। হাসপাতালের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ওয়ার্ডবয়কে। অভিযোগ, ওই তরুণী চিকিৎসা সংক্রান্ত অনৈতিক সুবিধা নিতে বার বার বিরক্ত করছিলেন বিশ্বজিৎকে। কিন্তু সেসব অনৈতিক সুবিধা তিনি দিতে চায়নি। সেই কারণেই মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। সাম্প্রতিককালে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ‘ধর্ষণ’-এর ঘটনার অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনার অভিযোগ সামনে আসে।
  • Link to this news (প্রতিদিন)