• প্রতিবাদ হবে আইন মেনে, হিংসা নয়, বাংলায় এসআইআর ঘোষণা হতেই বলছে তৃণমূল
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশন অফিস ঘেরাও করা হবে। তবে হিংসা নয়, আন্দোলন হবে আইনি পথেই। কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা তৃণমূলের। রাত ১২ টার পর থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক-উদ্বেগ। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, ”একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আন্দোলন হবে। দিল্লিতে কমিশন ঘেরাও হবে।” তবে এসআইআর ইস্যুকে সামনে রেখে কোনও হিংসার ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে মানুষকে সংযত থাকারও বার্তা দেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, ”আমরা পাশে আছি। মুখ্যমন্ত্রী পাশে আছেন। হিংসা করবেন না।” এমনকী কোনও প্ররোচনায় পা না দেওয়ারও বার্তা দেন কুণাল ঘোষ।

    আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে বাংলায় এসআইআর রাজনৈতিকভাবে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। বিভিন্ন সময় এসআইআর নিয়ে উস্কানিমূলক বক্তব্যও সামনে আসছে। গত কয়েকমাস আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এই অবস্থায় এসআইআর নিয়ে যাতে কোনও ঘটনা না ঘটে সেদিকে বিশেষ সতর্ক শাসকদল তৃণমূল। আর তাই একদিকে হুঁশিয়ারি দিলেও অন্যদিকে মানুষকে সংযত থাকার বার্তাও দেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। একজন বৈধ ভোটার, নাগরিকের নাম বাদ দিলেও প্রতিবাদ হবে। বৈধ ভোটারদের হয়রান করা হলে, নাম বাদ গেলে এক লক্ষ কর্মী-সমর্থকদের নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে।” যদি দেখা যায়, মানুষকে হয়রান করার চেষ্টা হচ্ছে, তাহলে আইন মেনে প্রতিবাদ হবে। এমনকী রাজ্যবাসীকেও আইনি পথে হেঁটেই প্রতিবাদ করার বার্তা দেন কুণাল ঘোষ।

    অন্যদিকে বাংলায় এসআইআর ইস্যুতে কোনও অপ্রীতিকর ঘটনা বাংলায় তৈরি হলে কীভাবে পরিস্থিতি সামাল দেবে কমিশন। এক প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ”আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্যের। আশা করি তাঁরা সেটা করবেন।”
  • Link to this news (প্রতিদিন)