• সম্পতি দখল এবং মারধরের অভিযোগ! কসবায় সপুত্র গ্রেপ্তার রাকেশ সিং
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৫
  • নিরুফা খাতুন: সম্পত্তি দখল এবং মারধরের অভিযোগে ফের গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে শিবম সিংকেও। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের দুজনকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। জানা যায়, কসবার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ রাকেশ সিং এবং তাঁর ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ফ্ল্যাটের মালিককে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয় কসবা থানায় রাকেশ সিং তাঁর পুত্র শিবমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে এদিন দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

    এর আগে প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের। শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢুকে রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর দলবলের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ সামনে আসে। শুধু তাই নয়, গোটা ঘটনার কীর্তি ভিডিওতেও ধরা পড়ে। ঘটনার তদন্তে নামে লালবাজার। যদিও দীর্ঘ সময় অভিযুক্ত বিজেপি নেতার খোঁজ পাচ্ছিলেন তদন্তকারীরা। তাঁর খোঁজে বাড়িতেও তল্লাশি চলে। সেই সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ায় রাকেশ সিংয়ের ছেলে শিবমকে গ্রেপ্তার করে পুলিশ।

    এর কিছুদিন পড়ে রাকেশ সিংকেও গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে যদিও জামিনে ছিলেন তিনি। কিন্তু কসবায় জোর করে ফ্ল্যাট দখলের অভিযোগে এবার সপুত্র রাকেশ সিং পুলিশের জালে।
  • Link to this news (প্রতিদিন)